![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্যাত্তেরিজা, ধ্যাৎ, উঠছে খালি চেত
কী যে করস উল্টাপাল্টা, সামনে থেকে সর।
এক বাড়িতে চার লাগামু আরেকটাতে ছক্কা
বুলেট বেগে বল ছুটামু লাগলে পাবি অক্কা।
বলে-ব্যাটে পিটাপিটি
ছক্কা-চারের ঝড়
পালিয়ে গেছে আম্পায়ারে
সামনে থেকে সর।।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ অতীতকে পেয়েছেন বলে ক্ষণিকের জন্যে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
ইমরান আল হাদী বলেছেন: তাইলে তো আপনার সাথে কেউ খেলবে না, ডরে....
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
যে ভাবে বল মারছেন
পালাবি কোথায় ধর,
আপনার সাথে খেলবে না কেউ
ছেলে বুড়ো নর।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮
ওমেরা বলেছেন: সুন্দর !! ছবিটা।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটি যতো দেখছি দেখতেই ইচ্ছে করছে, দারুণ মুডে আছে পিচ্চি ক্রিকেটার, যেন প্রফেশনাল খেলোয়াড়।
ছড়ার কথামালা কিন্তু চমৎকার
৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বা! শৈশবকে ফিরে পেলাম।