![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রূপের বড়াই করো না গো তুমি
এটা তোমার নিজের কামাই নয়
গুণ কতটা পেয়েছো তাই বলো
সেটাই তোমার আসল পরিচয়।
রূপের প্রকাশ হয় না শুধু রূপে
রূপের সাথে গুণের মেশাল চাই
রূপে-গুণের সুষম মিলন হলে
সবখানেই মেলে যে আদর ঠাঁই।
০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমার প্রীতি নিন।
২| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৫
শহীদ আম্মার বলেছেন: চমৎকার একখান কবিতা!
০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমি আনন্দিত।
৩| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৮
কাওসার চৌধুরী বলেছেন: শুধু রূপ থাকলে হবে না। পাশাপাশি গুণ থাকাটা জরুরী।
৪| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাইট। দশ কথার এক কথা।
শুভেচ্ছা।
৫| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:৩০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মোড়ক যুক্ত রুপ আর বিউটি পার্লারের ক্ষণস্থায়ী রুপের রমরমা বাজার এখন। কবিতাটি বেশ লাগল
৬| ১০ ই মে, ২০১৮ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতি কিছুটা কৃপণ, রূপ দিলে গুণ দিতে চাহে না।
৭| ১০ ই মে, ২০১৮ রাত ১:২৪
শামচুল হক বলেছেন: রুপ গুন নিয়ে চমৎকার কবিতা।
৮| ১০ ই মে, ২০১৮ সকাল ৭:১৯
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।++++++
৯| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: আহা মধু মধু !!
১০| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: খুব ই সত্যি কথা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
শাহারিয়ার ইমন বলেছেন: রুপের বড়াই যারা করে তারা আহম্মক । শুভেচ্ছা আপনাকে