![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস করে 'এক বনে' পালোয়ান ভূত
আছে তার একখানা পাগলাটে পুত
রাত হলে ছেলে ধন ফূর্তিতে ঘামে
সারারাত ইতরামি ভোর হলে থামে।
সময়-সুযোগ পেলে ভূতেরা জ্বালায়
পাবলিক ক্ষেপে গেলে দৌড়ে পালায়
আমাদের আশপাশে আছে যত ভূত
ধরা খেয়ে সোজা হয় ভারি অদ্ভুত!
২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৮
খালেদা শাম্মী বলেছেন: সুক্ষ্মভাবে খুব ভাল একটি বিষয় ফুটিয়ে তুলেছেন। ভাল লেগেছে পড়ে।
৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার খুব ভুত দেখার শখ । কিন্তু আজো দেখতে পেলাম না। আফসোস!
৪| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: কবি ভাই ছোট বেলায় ভূতের ভয় পেতাম। এখন বড় বেলায় তাকে পালোয়ান করে আবার আমাদের ভয় দেখানো হচ্ছে? আমরা এবার ভূতকে ধরেই কবির কাছে জমা দেব। বরাবরের মত ছড়া ভাল হয়েছে।
শুভ কামনা রইল।
৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: চমতকার।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৬
কাওসার চৌধুরী বলেছেন: এই পালোয়ান ভূতেরা আমাদের চারিপাশে গিজ গিজ করছে। সমাজ-রাষ্ট্রের মালিকানা এখন তাদের হাতে।