![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁটতে গিয়ে থমকে পথে একটু দাঁড়ালে
যায় পালিয়ে লিচুগুলো পাতার আড়ালে।
এখন তারা লাল টুক টুক রসে টলোমলো
হাতবাড়ালে বলে ওঠে বাড়িতে যাই চলো।
পাকা লিচু রসের ভারে ডাল পড়েছে নুয়ে
পথিক যদি আয়েশ করে একটু দেখে ছুঁয়ে
বাগান মালিক ঠিকা দিয়ে ঠেক দিয়েছে ডালে
কেউবা আবার আদর করে ঢেকে রাখে জালে।
সকল বাধা ছিন্ন করে লিচু আসে ঘরে
ছেলে বুড়ো সবাই তখন কেমন জানি করে!
০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: দ্রুত খেয়ে নিন। দেরি করলেই আপনি পেছনে পড়ে যাবেন আর আফসোস করবেন।
এটা আর জাম খুবই অল্প দিনের ফল। শুভ কামনা।
২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:০৪
কামরুননাহার কলি বলেছেন: এই বছর তিনবার খেয়েছি। কানে ধরছি আর খামুনা। শেষবারে পোকা বাবুরা আমার সাথে দেখা দিছে। তাই তাদের সাক্ষাতে আমার আর লিচু খাওয়া হবেনা।
৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাদের ওদিকে ১০০টি লিচুর দাম কত??
৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: টসটসে লিচুর কথা মনে পড়ে গেল! এবার বেশ খাওয়া হয়েছে।
৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৪:২১
সনেট কবি বলেছেন: ছবিটার সাথে কবিতা, এবার ভাল লাগছে!
৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: টসটসে লিচু দেখে জিভে আসে পানি
ব্লগারেরা চুপি চুপি করে কানাকানি।
এসো ভাই গাঁয়ে মোর দিব কাড়ি কাড়ি
হাসিমুখে নিয়ে যাবে যার যার বাড়ি।
৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪৩
আখেনাটেন বলেছেন: বাহ সুন্দর লিখেছেন লিচু কাহিনি।
লিচু গাছে থাকা অবস্থায় বেশ লাগে। যদিও খুব বেশি খাওয়া যায় না মিষ্টতার জন্য।
৯| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:২৯
নীল মনি বলেছেন: লিচু খেতে মানা তবে দেখতে বেশ লিখেছেন সুন্দর
১০| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৯
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! রসে টসটসা পাকা লিচু নিয়ে চমৎকার ছড়া। বেশ ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: এ বছর এখনও লিচু খাওয়া হল না
ছড়া ভাল লেগেছে ভাইয়া।