![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইল্লা খেতের আলের পাশে ঘাসে ভরা ক্ষেতে
সময় পেলেই সুফির বাপে উঠবে খেলায় মেতে
মনে যেমন ফূর্তি তাঁহার গায়ে বিষণ তেজ
হারবে না সে কোন খেলায় গুটাবে না লেজ।
ভাই-ভাতিজা-চাচার সাথে খেলায় মাতামাতি
গাঁয়ের যতো জোয়ান-বুড়ো সবাই তাহার সাথী।
কঠিন কাজে ব্যর্থ হয়ে করছো পরিতাপ
সেখানেতে সাহস নিয়ে দাঁড়ায় সুফির বাপ।
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক ধরেছেন আপনি। শুভেচ্ছা নিন।
২| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
ছবিটা কি হাডুডু খেলার?
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: িজ, হা-ডু-ডু খেলা।
৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯
মোছাব্বিরুল হক বলেছেন: আগেও একবার পড়েছিলাম।
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: নাইল্লা কি জিনিশ?
আমি আজ নিশ্চিন্ত হলাম, আপনি আগে ছবি দেখেন তারপর লিখেন।
ছবি দেখলেই আপনার মাথায় লেখা চলে আসে।
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মাথাভর্তি বুদ্ধি।
শুভেচ্ছা রইল।
৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের এমন হাডুডু খেলা হতো, সত্যি দারুন আনন্দ ছিল, সেই দিনগুলোই মনে পড়ে গেল। ভাল লাগলো বরকত উল্লাহ ভাই।
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: হ্যা ভাই, শৈশবকে জাগিয়ে দিল। ধন্যবাদ।
৬| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: আপনাকে পাঞ্জাবিতে বেশি মানায়।
০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমাকে পাঞ্জাবিতে মানায় কেমনে বুঝলেন? দেখেছেন কখনও?
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪
ওমেরা বলেছেন: ছবি দেখে চিনে নিলাম নাইল্লা মানে পাট কিন্ত সুফির বাপটা কে?