![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত-পা নিলে কী হয় এমন
মাথাও নিলো ছিঁড়ে
পথেই মানুষ লাশ হয়ে যায়
কেউ দেখেনা ফিরে।
জীবন বড়ো তুচ্ছ বিষয়
কারণ ছাড়াই মরণ
এমনি অনেক প্রশ্ন নিয়ে
পথেই ফেলি চরণ!
২| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
জীবন বড় তুচ্ছ আমাদের কাছে।
+++
৩| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৮
নিশাচড় বলেছেন: খুব ভালো লিখেছেন, গভির কথা
৪| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৪২
কাওসার চৌধুরী বলেছেন: দেশের সড়ক দূর্ঘটনা নিয়ে চমৎকার একটি ছড়া কবিতা। খুব ভাল লাগলো।
৫| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৩
আকিব হাসান জাভেদ বলেছেন: ঘুম বোম আজ হাতের মুঠু্ই
ঈশারায় আজ ফাটে
আইন কানন তো অনেক আগে
অন্ধ হয়ে আছে। ।
৬| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৭| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
কাওসার চৌধুরী বলেছেন: আজকের আমার এই গল্পটি আপনাকে উৎসর্গ করেছি সময় করে পড়লে খুশি হবো।
৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৩৫
ওমেরা বলেছেন: রোড এস্কিডেন্টে মূত্যু খুব মর্মান্তিক। ভাল মানুষ বাসা থেকে বের হয়ে যায় ফিরে লাশ হয়ে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭
সনেট কবি বলেছেন: দারুণ লিখেছেন প্রিয় কবি। আপনার প্রচেষ্টা বাংলা সাহিত্যের সম্পদ হয়ে থাক।