নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কাঠবিড়ালি

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১


একটা দিবি মুখে আর একটা নিবি হাতে
আরেকটা রাখ মনে মনে কঠোর দৃষ্টিপাতে।
গাছের উপর চলছে কাঁঠাল খাওয়া
এক লহমায় দে করে দে হাওয়া।
এরা গাঁয়ের কাঠবিড়ালি; দেয় না বাধা কেহ
ওদের গায়ে জড়িয়ে আছে আদর মায়া স্নেহ।


মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


গাছটা তো আমাদের ঘরের পেছনের গাছে; বাচ্চাগুলো কার?

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪২

বিএম বরকতউল্লাহ বলেছেন: গাছটা চিনেছে বন্ধু
কাঠবিড়ালি চেনে না।
ওরা আপনার কিম্বা আমার।
শুভকামনা।

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

মোছাব্বিরুল হক বলেছেন: সাধারন একটা লেখা। খুব ভাল লাগল।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রকৃতির আনন্দময় অংশ ওরা। ভাললাগায় আমি খুশি।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

ওমেরা বলেছেন: বাচ্চা গুলো কত মজা করে খাচ্ছে দেখেই তো ভাল লাগছে।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: ছোট্ট হলেও, ভাবার্থ মহৎ। ভাল লাগল কবিতা।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। আমার শুভেচ্ছা নিন।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৩

কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে ।কিন্তু শেষ ৩-৪ টি কবিতা খুব খুব ছোট ছোট করে লেখা ।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: সো স্মল সো স্মার্ট।
কবিতা নয় ছড়া। ছড়ার আকার যত ছোট হবে ততই মজা।
ধন্যবাদ।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫

অন্তরন্তর বলেছেন: ছবিটি দেখে তার প্রেমে পরে গেছি। অদ্ভুদ সুন্দর একটি ছবি। ছড়াকারের ছড়া খুব সুন্দর হয়েছে।

৭| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: কি মজা করে কাঠাল খাচ্ছে ওরা, সাথে ছড়াটাও অসাধারণ।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: হাঃ হাঃ হাঃ অনেক মজার ছড়া কবিতা আর সাথে মারাত্বক একটা ছবি - ধন্যবাদ

৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

কাঠবিড়ালিদের জন্যে শুভেচ্ছা!!

১০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাদের মতোই হওয়ার কথাছিল আমার দেশ'টা!!!

১১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
কি পোংটা পোলাপান। গাছে উঠে কাঠাল নিচে না নামিয়েই উপরের বসেই কাঠাল ভেঙ্গে খাচ্ছে।

১২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: সবার মনে ঘুমিয়ে আছে শিশু।
তাইতো এত আবেগ আর ভালবাসা।
সবাইকে শুভেচ্ছা অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.