![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেংটি দিয়ে নামছে তাঁরা মাঠে
ধোঁয়ার মতো কী জানি কী মারে
চিকুন এডিস হাঁইচ্ছ মেরে বলে
খুব ঝামেলা করছো বারে বারে।
মেয়র মশাই বলেন মাথা নেড়ে
এবার বাপু বাঁচার উপায় নাই
এসব কথা শুনে এডিস চিকুন
নির্বিকারে তুলছে খালি হাই।
এমন সময় দুষ্টু ফাজিল মশা
পেছন দিকে বসিয়ে দিল হুল
মেসিন ফেলে লাফিয়ে উঠে সে
মশা নিয়ে বিরাট হুলুস্থুল!!
২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: পড়ে আরাম পাওয়া গেল।
৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০
কাইকর বলেছেন: চমৎকার কবিতা ।++
৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
রায়হানুল এফ রাজ বলেছেন: মশা নিয়ে এই বিড়ম্বনা নিত্যদিনের। পড়ে খুব ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
এ.এস বাশার বলেছেন: সুন্দর....