![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পাগলে শুয়ে আছে/ একটা আছে বসে
আকাশ থেকে তারার মতন/ জীবন গেছে খসে!
ভাবনাবিহীন জীবন তাদের/ দুলছে দোলাচালে
দেখছে তারা ঘুরছে জগৎ/ ভাবের বেড়াজালে।
কান্না লুকায় হাসির মাঝে/ অশ্রুবিহীন চোখে
আড়াল করে দুখ-যাতনা/ প্রকাশ করে সুখে।
গভীর ছিলো ভালোবাসা/ পায় নি খুঁজে তলি
সব হারিয়ে নিজের জীবন/ দিয়েছে জলাঞ্জলি।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: উচ্চশিক্ষিত এই লোকটি শেষ পর্যন্ত প্রেমিকাকে না পেয়ে এভাবে প্রায়শ্চিত্ত করছে।
শুভ কামনা।
২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
আপনি লোকটাকে জানেন?
২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: এক বন্ধুর কাছে শুনেছিলাম তাঁর কাহিনি।
৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১
ফেনা বলেছেন: তারা সমাজের না প্রকৃতির একটা অংশ।
কবিতায় মুগ্ধতা।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: আহা।
বেশ কয়েকদিন পর পেলাম আপনার পোষ্ট।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
ইব্রাহীম আই কে বলেছেন: ১ম মন্তব্যের রিপ্লাইটা ঠিক বুঝলাম না।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বাকপ্রবাস বলেছেন: পাগল জীবন বেছে নিয়ে কী নিরলশ ভাব
হায় ভাল বাসতে গিয়ে দারুণ অভিশাপ
/
সুন্দর
৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে আমার অশেষ শুভেচ্ছা আর ভালবাসা।
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩
জগতারন বলেছেন:
ভয়ংকর এক জীবন কাহিনী
ছবি ও কাব্যের মাধ্যমে প্রকাশ করলেন কবি।
বাংলাদেশের সকলের প্রতি সুভকামনা জ্ঞাপন করি
আর কাহাকেও যেন এমন জীবন বেছে নিতে না হয়।
৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩২
মোছাব্বিরুল হক বলেছেন: খুব ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
তারা ভয়ংকর নিষ্ঠুর বাংলার সমাজে বসবাস করছে।