![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যখন চলে না আর
ঠেলে ঠুলে চালায়
এরই মাঝে কোলের শিশু
যখন তখন জ্বালায়।
স্বামী পেয়েছে অন্য সঙ্গ
ভাঙছে কপাল, আর
বয়ে বেড়ায় কষ্ট এবং
স্মৃতিচিহ্ন তার।
কোলের শিশু পিঠে নিয়ে
নামল কঠিন পথে
কেঁদে ওঠে অঘুম শিশু
ইটা-বালুর ক্ষতে।
এই হলো দিনের হিসেব
রাতের হিসেব অন্য
জ্বলে ওঠে দুখের পিদিম
বনমানুষের জন্য!!
২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কর্মজীবী মায়েদের ডাবল কষ্ট। কাজ করো, বাচ্চা সামলাও আবার ঘরও সামলাও।
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন কবিবর, ভালো লাগলো কাব্য কথা
৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: দরিদ্র মানূষের কষ্ট আমি বুঝি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের মৌলিক অধিকার সবার আগে। এই যুগে মানুষ এমন থাকে কেন?