![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুখানি বৃষ্টি হলেই শহর ডুবু ডুবু
অফিস যাওয়া বন্ধ করে ঘরে বসা বুবু।
শহর যদি সাগর হতো, পথেরা হতো নদী
রিকসা গাড়ী নেৌকো হয়ে, চলতো নিরবধি।
নেৌকো কোষায় বাদাম টেনে চলতো হু হু করে
সময় মতো অফিস থেকে ফিরতো সবাই ঘরে।
না'য়ে চড়ে শহরবাসী ঢেউয়ের সাথে খেলে
নেৌকো চলে সুখ আনন্দে বৈঠা ঠেলে ঠেলে।
২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাস্তা গুলো খনন করে। বড় নৌকা স্টিমার, জাহাজ চলার ব্যবস্থা করে দেওয়া উচিত
৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২
ব্লু হোয়েল বলেছেন: এহেন গজব হতে মুক্তির জন্য আল্লাহর নিকট চাওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না ।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! বেশ, বেশ, বেশ।
৫| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করছে, অর্ধেক ঢাকা শহরটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেই।
৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৪
বাকপ্রবাস বলেছেন: আমার বাবার নৌকা খানি হারিয়ে গেল শেষে
থাকতো যদি ভাড়া মারতাম ঢাকা শহর এসে
৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২০
আহমেদ জী এস বলেছেন: বিএম বরকতউল্লাহ ,
শুধু তাই-ই নয় , মাছ চাষ ও করা যেতো আর তাহলে ----
যাত্রা পথে মাছগুলো সব দিতো লেজের ঘাউ
আসতে যেতে দুয়েকটা মাছ ধরা যেতো ফাউ .......
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঢাকা আস্তে আস্তে উন্নতি লাভ করতেছে