![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়লা তেনার শক্ত বাঁধন দৃষ্টি নিল কেড়ে
অন্ধ বোবা কলুর বলদ চলছে গতর ঝেড়ে।
ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।
২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
স্রাঞ্জি সে বলেছেন: আহা কষ্ট।
কবিতায় ভাল লাগা।
৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! কলুর বলদ। বেশ ভালো লাগলো।
প্রীশু আপনাকে।
৪| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: সকলের জন্য শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।