![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির ঘরেতে `কবি' না-হয়ে
হয়েছে এক পুত্র
আহারে কবির গতরে-ছতরে
টাটকা মলমূত্র।
কখনো সে বুকে পেটে লয়
কখনো ঝাকায় দোলনায়
প্যান্টি তেনার স্তূপ পড়ে গেছে
বালতি এবং আলনায়।
ছেলের বাবা হয়েই কবি
দিয়েছে আজব ব্যাখ্যা-
`ছেলেমেয়ে নাকি খেলনা-পুতুল
আবেগে নিয়ম রক্ষা!'
২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বাবা হয়েছেন? কংগ্রাচুলেশন!
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
বিজন রয় বলেছেন: ছি ছি !!