নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পথের ধুলোবালি

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

তোমার যাওয়ার পথে
বাড়ি খেয়ে শাড়ীর পাড়ে
উড়েছে ধুলোবালি
ছাই উড়েছে ঊনূন থেকে
উড়েছে হাওয়ায় কালি।

এমনই ছিলো ভাবনা তোমার
চাঁদ পেয়েছো হাতে
উড়বে তুমি তারায় তারায়
জোছনা ভরা রাতে।

এখন,
ছাই নেমেছে আকাশ থেকে
মেঘ ধুয়েছে কালি
পড়ে আছে অচল হয়ে
ছাই ও ধুলোবালি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আতোয়ার রহমান বাংলা বলেছেন: খুব সুন্দর

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

বাকপ্রবাস বলেছেন: আর করোনা বড়াই
রইল বাকী কড়াই
উপোড় হয়ে রইবে পড়ে
পুড়বে দারুণ খরায়।
-
সুন্দর পথের ধুলোবালি

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ হয়েছে।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন:

এটা ছাড়া এর চেয়ে ভালো ধুলোবালির ছবি আর খুঁজে পেলাম না।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছড়া কাব্য, ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.