![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর পেলাম নন্দীকাকা চিনাদী বিলে ছান করেন
সকালবেলা যাকে তাকে দুহাত ভরে দান করেন!
ব্যাপারটা কি ব্যাপারটা কি রি রি করে লোক এলো
কিপটে নন্দীর কী হয়েছে মাথাটা তার খুব গেলো!
খবর নেওয়া খুব ঝামেলা অন্দরে তার খুব কড়া
ফুচকি দিয়ে চৈতা পাগল হাতেনাতে খায় ধরা।
বাইরে থেকে শব্দ পেলাম চারাগাছে শিল পড়ে
চৈতা পাগল দিশেহারা মেয়েলোকের কিল চড়ে।
তারপরে যে কী ঘটেছে শোনার যদি লোক থাকে
শুনিয়ে দেবো আচ্ছা করে সময় পেলে এক ফাঁকে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন সনেট কবি সাহেব।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
মোস্তফা সোহেল বলেছেন: শেষ হয়ে গেল!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়া ছোটোগল্পের মতই হঠাৎ শেষ হয়ে যায়।
ভাল থাকবেন ভাই।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
রাকু হাসান বলেছেন: স্যার,
আপনি খুব ভালো লিখেন । আগেও পড়েছি । কিন্তু একজন ক্ষুদ্র পাঠক হিসাবে খারাপ লাগে যখন মন্তব্য করার পর প্রতিউত্তর না পাই ।এমনটা সবার ই হওয়ার কথা । অনন্ত খুব ছোট করে হলেও করা যায় । মে বি সব মিলিয়ে আপনি ব্যস্ত সময় কাটান তাই এমন হওয়ার কথা । যে কোনো লেখার প্রাণ তো পাঠক ,সে সব পাঠকের মনের দিকে একটু নজর দেওয়ার বিনয়ের সহিত অনুরোধ রাখছি ।
থাকুন আমাদের মাঝে দীর্ঘ দিন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই রাকু হাসান,
আপনার মন্তব্য পড়ে লগ ইন হলাম।
পাঠকের জন্যই লেখা আর পাঠকের ভালবাসা লেখকের প্রেরণা যোগায়।
আমি এতটাই ব্যস্ত যে ব্লগে সময় দিতে পারি না। এতে আমার ভেতরে এক ধরনের যন্ত্রণা কাজ করে। সেটা হলো প্রিয় পাঠকের সুন্দর সুন্দর মন্তব্যের জবাব সময় মতো দিতে না পারার যন্ত্রণা।
আমার এ ব্যর্থতাটুকুন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
২০১৯ সালের বইমেলার জন্য প্রকাশকদের তাগাদায় পাণ্ডুলিপি তৈরি করছি সেই তিন চার মাস আগে থেকেই।
সব মিলিয়ে স্বার্থপরের মতো হয়ে গেছি।
আপনাদের ভালবাসার ছোঁয়ায় রাখবেন আশা করি।
আপনার জন্য শুভ কামনা।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: বিলের নামটা খুব সুন্দর ''চিনাদী''।
আসলেই কি এই নামে কোনো বিল আছে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: হ্যা, চিনাদী আমার গ্রামকে পঞ্চমীর চাঁদের মতো ঘিরে রেখেছে।
এই বিলেই কৈশোরের উদ্দামতার প্রকাশ। আর আনন্দ খেলা করেছি কত। সেই স্মৃতি অমলিন হয়ে আছে।
ধন্যবাদ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা মজার ছড়া, খুব ভালো লাগলো আমার কাছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: মজার ছড়া
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০
রাকু হাসান বলেছেন:
আপনার ইতিবাচক মন্তব্যে আবারও আসলাম ।
সেটা হলো প্রিয় পাঠকের সুন্দর সুন্দর মন্তব্যের জবাব সময় মতো দিতে না পারার যন্ত্রণা।
এই যে আকুতি সেটাও কম নয় । আপনার মন্তব্যে গন্ধ পাই একজন ভালো মানুষের । আমাদের ভালোবাসার ছোঁয়া থাকবে আশা করি । আমার টা তো থাকবেই । আসছে বই মেলায় খুব সুন্দর কিছু সাহিত্য কর্ম আমরা পাই যেন সেই প্রত্যাশা ও দোয়া রাখছি । ভালো থাকুন আপনি সব সময় ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর+