![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেলাপোকা ভাবে তেলাপাখি হবে
পাখা আছে তাই উড়বে
যখন যেখানে মন যেতে চায়
পাখামেলে খুব ঘুরবে।
পাকঘর থেকে পাখা মেলে সে
উড়ে উড়ে গেলো বাইরে
মনে মনে ভাবে গেছি বহুদূর
পাকঘরে আর নাইরে।
একটু গিয়ে একটু থামে
লতাপাতা ধরে সামলায়
বেশি দূরে তার যাওয়া হয়নি
চিৎ হয়ে পড়ে গামলায়।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
সনেট কবি বলেছেন: বেশ
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: মজা পেলাম। ভাল লাগল।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: গামলায় পানি থাকলে তো সে মারা যাবে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! তেলাপোকার তেলাপাখি হওয়ার কবিতা ভালোই লাগলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
শামচুল হক বলেছেন: ভালো লাগল।