![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর পাড়ে কাশের বনে ঢেউ খেলে যায় হাওয়া
দৃশ্য আহা এমন মজার যায় না কোথাও পাওয়া।
ছুটে গেলাম বনের ভেতর আদর দিল ফুলে
নিলাম কিছু হাতের মুঠোয় কিছু দিলাম চুলে।
ফেরার সময় কাশের পরি বলল আমায় ডেকে
খোকা তুমি কাশের বনে যাও না ক'দিন থেকে।
পরির সাথে ডানা মেলে ঘুরছি বনে বনে;
ফিরে এলাম হাসি মুখে সুখ পেয়েছি মনে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
নয়ন বিন বাহার বলেছেন: পড়তে ভালই লাগছিল।
কিন্তু....
শেষ হয়ে গেল যে......
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
আরোগ্য বলেছেন: ভালো লাগা যেন অতৃপ্ত রয়ে গেল।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ।
পরি না পরী??
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
প্রথমকথা বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। ভাল লাগল।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের নিঃস্বার্থ ভালবাসা আমাকে উৎসাহ দেয়।
সবার জন্য শুভ কামনা রইল।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ছবি নাই।
তাই মন খারাপ হলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
লেখায় ছবি দিলে ভাল লাগে।
আপনার লেখা নিয়ে নতুন আর কি বলবো!!