![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন এতো ছোট্ট কেন ভাবছি যখন বসে
অপচয়ের সময়গুলো দেখছি হিসেব কষে।
হিসেব আমার মিলছে না ঠিক অংকে করি ভুল
রাফ কাগজের স্তূপ পড়েছে টানছি মাথার চুল।
হেলাফেলায় সময় গেলো নষ্ট ভেলায় চড়ে
ভাবনাবিহীন কাল কেটেছে সুখের হাতটি ধরে
একটিবারও ভাবিনি আমি সময় খুবই কম
এখন ওসব ভাবতে গেলে আটকে আসে দম।
প্রভু, স্বপ্ন আমার কল্পনাতে হাওয়ায় ভেসে চলে
তুমি, সময় দিও প্রকাশ করার সৃষ্টি করার ছলে!
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল কবি।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
সাগর শরীফ বলেছেন: সুন্দর
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
একটিবারও ভাবিনি আমি সময় খুবই কম
এখন ওসব ভাবতে গেলে আটকে আসে দম।
কবি, কবিতা পড়ে তো ভয় হচ্ছে। আমিও আকাম করে বসে আছি..
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
মাহমুদ আল ইমরোজ বলেছেন: আসলেই সময়ের মূল্য দিতে শিখলাম না, ভালো লিখেছেন...
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।