![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নন্দী কাকা ফন্দি করে বন্দী হলেন নিজে
গভীর বনে তাঁবুর তলে লাগছে ভাল কী যে!
একলা একা কথা বলেন, হা হা করে হাসেন
একা থাকার সুখ-সুবিধায় নিজকে ভালোবাসেন।
বনের যত পশু পাখি বলছে হ্যারে হ্যারে
নন্দীবাবু বনে কেনো বাড়ির আদর ছেড়ে?
এমন সময় বন কাঁপিয়ে সামনে এলেন কাকি
তারপরে যে কী ঘটেছে থাকনা বলা বাকি!!
২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রেমের মানুষ আপনি। আপনি বাকিটুকুন বুঝে ফেলেছেন। অন্যরা যদি না বুঝে তবে?
শুভেচ্ছা রইল।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫
বাকপ্রবাস বলেছেন: সুবোধ কাকা তল্পিতল্পার এলেন আবার ঘরে
মাত্র ছ'দিন সেই হাঙ্গামায় ভূগেছিলেন জ্বরে।
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
সাগর শরীফ বলেছেন: ভাল ++
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর+
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: দুপুরবেলা হঠাত প্রেসার বেড়ে গেল। ঘাড়ে ব্যথা শুরু হলো। ডাক্তার বলেছেন- পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
প্রথমকথা বলেছেন: এর পর কি হয়েছে আমরা বুঝি, লেখক খুব সুন্দর ছন্দময় একটি কবিতা উপহার দিলেন।