![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তোদের প্রশংসাতে উঠে গেলাম চাঙ্গে
সেখান থেকে হাওয়ায় ভেসে যেই নেমেছি গাঙে;
তাকিয়ে দেখি পায়ের তলে একফোঁটা নেই মাটি
ক্রাচের উপর ভর করে দেখ্ কষ্ট করে হাঁটি!!
যা দিয়েছিস তাই নিয়েছি, সব মেনেছি সত্য
তল হাতিয়ে এখন দেখি, সবই মেকি তথ্য।
আমি না হয় হারিয়ে গেলাম, তোরা থাকিস ঠিক
যাসনে ভেসে প্রশংসাতে, খেয়াল চতুর্দিক!
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
কাজ উদ্ধার করে তারা
মাথায় মেরে তেল,
কাজের শেষে তারাই আবার
ভাঙে মাথায় বেল।
# অল্প কথায় দারুণ বলেছেন, ধন্যবাদ
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
তেল সব সময় চলার পথকে দুরূহভাবে পিচ্ছিল করে দেয়