![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা হা ব্যাপারখানা
সত্যি অপরূপ
তুমি যখন কথা বল
আমি থাকি চুপ।
ঘরে এসে গভীর রাতে
বন্ধু এবং নেশার সাথে
আদেশ পেলেই পাঁচ মিনিটে
বানিয়ে দেই স্যুপ।
গভীর ঘোমে আবোল-তাবোল
স্বপ্নে আমায় ডাকলে কেবল
ধড়ফড়িয়ে উঠেই আমি
জ্বালিয়ে দিলাম ধূপ।
আদর করে দুটি কথা
ভেঙ্গে দিলাম নীরবতা
মোচড় দিয়ে উঠেই তুমি
বললে আমায়, চুপ।
গভীর রাতের অন্ধকারে
ঠাণ্ডা হলো স্যুপ!!
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুকরিয়া সনেট কবি।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার লিখেছেন স্যার। শুভ কামনা আপনার প্রতি।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
হাবিব বলেছেন:
কি দারুন এক কাব্য করে গেলেন বিএম ভাই,
এত সুন্দর ছন্দ আমি কোথায় গেলে পাই।
কথার ছলে স্যুপ খানা তার ঠান্ডা হয়ে গেল,
তাতেই নাকি বরকত সাহেব অনেক মজা পেল।
কত নেশা তারপরেতেও কথার কি যে মিল,
তাওতো ভালো রাগের মাথায় বউ মারেনি কিল।
আবোল তাবোল কথা তাহার এল কাব্য হয়ে,
কাব্য খানি নদীর মতন যাক চিরদিন বয়ে।
ভুল মার্জনীয় ভাইয়া। আপনার সাথে তাল মিলিয়ে একটু অপচেষ্টা করেছি মাত্র।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: বেশ কিছুদিন ধরে আমার খুব স্যুপ খেতে ইচ্ছা করছে। সাথে অনথন।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের মূল্যবান মন্তব্য পড়ে আমি আনন্দিত।
সকলের প্রতি ভালবাসা আর শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।