![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁয়ের বাড়ি ধান ক্ষেতের সরু আলে আলে
ঝুলে আছে মুক্তোদানা মাকড়সাদের জালে।
খালি পায়ে নরম ঘাসে পায়ের পাতা ফেলে
হেঁটে এলাম মজা করে সঙ্গে মেয়ে ছেলে।
কুয়াশা আর মাটির সাথে কিম্বা সবুজ ঘাসে
বনফুলেরা হাওয়ায় নেচে কেমন করে হাসে;
নিজের চোখে দেখেই তবে বলবে ভালবাসি
গাঁয়ের বাড়ি মাঠে মাঠে ফসল রাশি রাশি।
সেই ফসলে জীবন বাঁচে নাচে সবার প্রাণ
আয়রে গাঁয়ে যা নিয়ে যা মাটির সোঁদা ঘ্রাণ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
ফেনা বলেছেন: ভাল হয়েছে। শুভ কামনা।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা !
কর্পোরেট ডেস্কে বসে মাটির গন্ধ পাচ্ছি।
ধন্যবাদ স্যার।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: মুছে যাক সকল জরা গ্লানি ও ক্লান্তি জাতি পাক কলঙ্ক থেকে মুক্তি, বাঙালি ফিরে পাক স্বস্তি । আজ শুধুই উল্লাস বয়ে যাক আনন্দের উচ্ছাস ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: দারুণ