![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখা এমন যদি হতো...
আটারুটি ভাতের মতো খাইয়ে দেয়া যেতো!
তাহলে আর পড়ার নামে হতো না জীবন তেনা
ক্লান্ত শিশুর ঘুমটুকু আজ অনেক দামে কেনা।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আহারে----
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: পড়ালেখা শিশুদের জন্য প্রবল ও ভয়ংকর চাপ হয়ে গেছে । এটি ভারতীয় আগ্রাসন যাতে বাংলাদেশে আগামী প্রজন্ম তৈরি হয় শিক্ষা বিমুখ মুর্খ্য এক জাতি ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি করবো ভাই! সকাল সাড়ে আটটা থেকে স্কুল, যায় আটটা সময়, সাড়ে চারটা ক্লাস শেষ পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কোচিং স্কুলেই, আবার নয়টা থেকে দশটা পর্যন্ত টিউশনি করতে হয়, রাত দশপার পরে ছেলে বাসায় আসে। কেমনে কি করবো, সারাদিন ছেলের চিন্তা করি, কিভাবে সম্ভব সকাল আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ছেলেকে বাড়ির বাহিরে রেখে ভালো থাকা!! একটু ভালো যে স্কুলটা বাসা থেকে বেশি দূরে নয়, ছেলে সাইকেল চালিয়েই যায় প্রতিদিন। ছেলের কষ্টটা আমি অনুভব করি আর ভাবি কেমন ছিল আমাদের ছোটবেলা।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪
সাহিনুর বলেছেন: খুবই গুরুত্ব বহনকারী অর্থ মিশানো কয়েকটি লাইন । দারুন লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আহারে----