![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠোন থেকে একটা লাফে খোকা গেলো মাঠে
করবে কী আর মেঘ বাদলে মন বসে না পাঠে।
মাঠের বুকে কাদাপানি জমবে না আজ খেলা
পাখা হলো হাত দুটো তার মেঘ হয়েছে ভেলা।
মেঘের আকাশ পেরিয়ে দেখে আকাশ ঘন নীল
চলবে না আর মেঘের ভেলায় হলো ভুবন চিল।
সাগর নদী পাহাড় ছেড়ে নেমে এলো বনে
ঘুরে দেখার সাধ মিটেছে যা ছিল তার মনে।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮
বাকপ্রবাস বলেছেন: যেন পাঠ্য বই পড়ছি
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার ছোটবেলা।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
কিরমানী লিটন বলেছেন: সুখ পাঠ্য- অনেক ভালোলাগা ...
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
ব্লগার_প্রান্ত বলেছেন: কবি ব্যস্ত বোধ হয়। সেদিন দেখলাম, স্যুপ খাওয়ার কবিতাটা রিপোষ্ট করেছেন।
ভালো আছেন বস?
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
হাবিব বলেছেন: ভাই আপনার কবিতা পড়ে ছেলেবেলার কথা মনে পড়ে গেল।