নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হেমন্তকাল আসে

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

ধানের ক্ষেতের আলে আলে
মাকড়সাদের জালে জালে
কুয়াশাদের মুক্তো দানা দানা;

ডোবা নালায় কাদা জলে
বেগুনী সাদা ফুলের দলে
দাঁড়িয়ে আছে শান্ত কচুরপানা।

সাঝেরবেলা কুয়াশা হাঁটে
মাটি ছুঁয়ে ছুঁয়ে
ভোরবিহানে ঝরে পড়ে
পাতা চুয়ে চুয়ে।

ঝিরি ঝিরি শীতল হাওয়া
নরম রোদে হাসে
পাকা ধানের গন্ধ নিয়ে
হেমন্তকাল আসে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

হাবিব বলেছেন:




কবিতার ছন্দে
পাকা ধানের গন্ধে
কৃষকের ঘরে,

হৃদয় উঠে নরে
আনন্দে হাসে মন
আপনার লেখা পড়ে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

ফেনা বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা রেখে গেলাম।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: ছবি মিসিং---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.