![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধানের ক্ষেতের আলে আলে
মাকড়সাদের জালে জালে
কুয়াশাদের মুক্তো দানা দানা;
ডোবা নালায় কাদা জলে
বেগুনী সাদা ফুলের দলে
দাঁড়িয়ে আছে শান্ত কচুরপানা।
সাঝেরবেলা কুয়াশা হাঁটে
মাটি ছুঁয়ে ছুঁয়ে
ভোরবিহানে ঝরে পড়ে
পাতা চুয়ে চুয়ে।
ঝিরি ঝিরি শীতল হাওয়া
নরম রোদে হাসে
পাকা ধানের গন্ধ নিয়ে
হেমন্তকাল আসে।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১
ফেনা বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা রেখে গেলাম।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: ছবি মিসিং---
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
হাবিব বলেছেন:
কবিতার ছন্দে
পাকা ধানের গন্ধে
কৃষকের ঘরে,
হৃদয় উঠে নরে
আনন্দে হাসে মন
আপনার লেখা পড়ে।