![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত মানুষের হৃদয় ছুঁয়েছো
অন্তরে দিয়েছো দোলা
এতই সহজ? চলে গেছ বলে
মুহূর্তেই যায় ভোলা!
তোমার গানের চরণগুলি
গায়ে মেখেছে স্মরণ ধুলি
গুনগুন করে এখনো গাই
প্রদীপ্ত গানগুলা।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কত মানুষের হৃদয় ছুঁয়েছো
অন্তরে দিয়েছো দোলা
এতই সহজ? চলে গেছ বলে
মুহূর্তেই যায় ভোলা!
.................................................................. গুনী ব্যক্তিরা তাই করে
ভক্তদের কান্নার সাগরে ভাসায়ে দিয়ে ওপারে যাত্রা করে
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।
প্রীতি রইল।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১
সাহিনুর বলেছেন: সত্যি অপূর্ব লিখেছেন। হৃদয় ছুঁয়ে গেলো কথা গুলো ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: আজ সমস্ত বাংলাদেশ জুড়ে শুধু একটি নাম আইয়ূব বাচ্চু। বোঝাই যাচ্ছে কতখানি অধিকার করেছিলেন তিনি আমাদের।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। পাতায় আসার আমন্ত্রণ রইলো
৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
সনেট কবি বলেছেন: সুন্দর+
৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লিখেছেন। + +
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।