![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ের কাছে ছেলে কখনো হয় না বুঝি বুড়ো
এখনও মা মাছটা দিলে খান না তিনি পুরো
আধখানা দেন ছেলের মুখে বাসন থেকে টানি
ছেলের জন্য এখনও মা ফেলেন চোখের পানি।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন ম্যাডাম।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
খায়রুল আহসান বলেছেন: আমার মা (৮৮) এখনো খাবার সময় তাঁর পাত থেকে আমাকে এটা ওটা তুলে দেন। অথবা বলেন, বৌমা, ওকে এটা আরেকটু দাও, ওটা আরেকটু দাও।
আপনার এ চারটে লাইন মনে রেখাপাত করে গেল!
কবিতায় প্লাস + +
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
হাবিব বলেছেন: এবারও অনেক ভালো লিখেছে.।
আমি যে আপনার কবিতার অন্ধ ভক্ত
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: তিন মাস হয়ে গেল মার সাথে আমার ঝগড়া হয়েছে।
এখন কথা বন্ধ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
অপ্সরা বলেছেন: ছেলে খেলেই মায়ের বেশি ভালো লাগে.....