![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা, একবার দেখলাম!
তারপর মুখে নয়-চোখে এলো জল
হারালাম কোথায় আমি? এত চঞ্চল!
সেই দিন কেটে গেলো পঞ্চাশ আগে
অতপর তাকে পেতে এত লোভ জাগে
কত স্মৃতি ভেসে ওঠে বেদিশা-বেহুঁশ
কোথা যেন হারালো সেই লেবেনচুষ!
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আরোগ্য বলেছেন: চকলেটের চাপে লেবেনচুষ গায়েব।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সাইন বোর্ড বলেছেন: এখন যেন সব কিছুই মদন কটকটি !
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: লেবেনচুষ!
আহা! ছেলেবেলা............!!
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ফেনা বলেছেন: খুব ভাল। ভালো লাগা.
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জ্ঞান পাগল বলেছেন: আহা!!
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে নাবিস্কো চকলেট!!!
লেবেন চুষকে আমাদের একালায় বারো মিঠাইও বলা হত।
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
হাবিব বলেছেন: আমাকে একটা চকলেট দাও না চেটে চেটে খাবো!
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: লেবেনচুষের জামানা শেষ।
১০| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি অভিভূত!
সকলের মধ্যেই হারানো শৈশবকে মনে করার তাড়না আছে।
নাবিস্কো বিস্কুট।
সকলের জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: মুখে জল এন দিলেন!!
কেমন আছেন?