নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

উকূনের সংসার!

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১


লম্বা জ্যামে অলস বসে থাকা
সেটা কেবল তোমার বেলা সাঝে
ব্যস্ত হয়ে হাত বাড়িয়ে বউ
লেগে গেলো উকূন মারার কাজে!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এইটা আসলে উকুন মারে না। অনেক মেয়েদের এটা একটা স্টাইল। ভালোবাসার স্টাইল। তারা আসলে ভালোবাসার মানুষের মাথায় হাত দিতে বেশি পছন্দ করে। চুলে বিলি কাটে, চুল নাড়ায়। পাকা চুল দেখে, জানে পাকা চুল নাই বা উকুন নাই। তবু
অইটা একধরনের ভালোবাসা

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যেমন আচ্ছা তোমার মাথার চুল এতো ঘন কেন? ও কত্ত চুল। ভালোবাসার বাহানা খুঁজে। মেয়েরাও ছেলেদের চুল নিয়ে খেলে। ভালোবাসার বাহানা করে। আর স্পর্শ করে। চুলে, নাকে, দাড়িতে।।। বলে চাপ দাড়ি রাখবা ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

Monthu বলেছেন: সখি ভালোবাসা কারে কয়?

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আহা -
সেকি ভালুবাসা :)

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

নজসু বলেছেন: মজারু

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: এই ছবিটা যখনই দেখি- তখনই মনে হয়েছে- আপনি অবশ্যই কিছু লিখবেন।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ মজার।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

তারেক ফাহিম বলেছেন: হাহাহা

ভালোবাসা প্রকাশ B-)

৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

নাহিদ০৯ বলেছেন: আহা। মধু! আপনার লিখা সবসময় ই মজার।

১০| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ অভিব্যক্তি।
আলাদা ভাবে শুভেচ্ছা দিতে পারিনি বলে আমি লজ্জিত এবং দুঃখিত।
আব্দুল্লাহ্ আল মামুন সাহেব তো নারীর বৈশিষ্ট সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রিয়। ভালোবাসা রইলো।।। আপনার লেখার গতি চলতে থাকুক ব্লগের পাতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.