নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ছিন্ন পথের কলি

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭


ফুলের কলি ফুল হলো কই, অকালে যায় ঝরে
পথের শিশুরা পথ না পেয়ে, পথেই যায় মরে।

নেশার ছোবল ওদের গায়ে, পায়ে পায়ে মরণ
নিজের হাতেই অবুঝ শিশু, বিষ করেছে বরণ।

কেউ কি দেখার নেই? থাকবে না কেন্, আছে
স্বপ্নডালা সাজিয়ে যখন আসবে তাদের কাছে;

দেখবে তখন পড়ে আছে, ছিন্ন পথের কলি
পথশিশুরা পথ না পেয়ে, পথেই হচ্ছে বলি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: আল্লাহ ওদের রক্ষা করুন।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

নজসু বলেছেন:


আমাদের মর্ম যাতনা।
কে দেখবে তাদের?

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: তারাই তো দেখায় বড় হয়ে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: নির্দিষ্ট কিছু সময় প্রতিদিন,
এভাবেই চলছিল দিনগুলি, নিয়ে সুমিষ্ট সুঘ্রান।...

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: কী কইতাছেন আপনি?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.