নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইন্দুর দানা

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০


খুন্তি কোঁদাল শাবল কাঁচি, টুকরি হাতে মাঠে
আমন ধানের খেতে ওরা, সারাটা দিন হাঁটে।

কোথায় ইঁদুর-গর্ত আছে, দেখেই কোদাল চালায়
বিপদ দেখে ইঁদুরগুলো, দেৌড়ে কোথাও পালায়।

গর্ত করে টেনে আনে, তাজা ধানের শীষ
মাঝে মাঝে ভেসে আসে, সাপের হিস্ হিস্।

সাপের বিষের চেয়েও যখন, ক্ষুধার অসীম জ্বালা
ভয়-বিপদের ঘরে তখন, ঝুলিয়ে রাখে তালা।

এমনি করে বেঁচে থাকে, বিত্তবিহীন মানুষ
অপচয়ে হাওয়ায় ভাসাই, নানা রঙের ফানুস!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


এটা হওয়ার কথা ছিলো না; এসব মহিলারা সুখী হতে পারতেন; দুখের বিষয়, কিরিয়া, সাইফুর রহমান, মুহিতের মত বানরেরা কলাভাগ করাতে, এদের ভাগে ইঁদুর দানা পড়েছে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

হাবিব বলেছেন: আহারে কষ্ট.......

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৫

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা :)

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩

মুসাফির নামা বলেছেন: ভালো লেগেছে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: মহান বিজয় দিবসে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.