নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গ্রামের ভোটরঙ্গ

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

প্রার্থীদের মুখে লম্বা হাসি।
পরনে সফেদ পাঞ্জাবি পায়জামা। কারো কারো মাথায় টুপি।
কথায় আর আচরণে ভয়ংকর সুন্দর আর অভূতপূর্ব ভদ্রতা।
যাকে দেখে তাকেই বাপ-চাচা-ভাই বোন মা-খালা সম্বোধন করে কোলাকুলি আর হ্যাণ্ডশেক করে।
কখনো করে কদমবুছি।
তারপর করে ভোট প্রার্থনা।
ভোটাররা বেজায় চালাক।
তাঁরা বলেন, আফনে ভোট চাইলে বড় কষ্ট পাই।
আফনারও যদি আমগর কাছে ভোট চাইতে অয় এরচাইতে দুঃখের আর কী আছে কইন।
ভোট চাইলে অন্যদিগে গিয়া চানগা। এই এলাকায় আফনের ভোট একচেইট্টা।
প্রার্থীগণ একেবারে গলে গিয়ে ধন্যবাদ আর কৃতজ্ঞতায় ভোটারদের সিক্ত করে বলেন-
আরে আমি তো আপনাদের ঘরের পোলা। পায়ের ধূলি নিতে আইছি।
ভোটাররা খুশি হয়ে বলে, অনেক ভোটের ব্যবধানে আফনি আগাইয়া থাকবেন।
এদিগে ঘুইরা খামাখা পেরেশান অইয়েন না।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

ইমরান আশফাক বলেছেন: ভালই বলেছেন। :#)

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ধন্যবাদ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: ছোটবেলায় গ্রামে থাকতে ইলেকশনের সময় মিছিল দেখতাম, অনেক ভালো লাগতো তখন নির্বাচনের সময়গুলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.