নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আদর

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২


মাটির ঘাস মাথায় তুলে কোথায় চলে যাস?
ঘাসের লোভে পেছন হাঁটি এমনই তুই চাস?
তুই একটুখানি দাঁড়া
হাত দুটি তোর বাড়া
নইলে আমি দাঁড়িয়ে কোলে পাড়ব মাথার ঘাস।

মেয়ের কোলে দু'পা রেখে ঘাস পেড়ে খায় খাসি
বলল মেয়ে দুষ্টু পাজি, তোকে ভালোবাসি।

চাষীর মেয়ে খাসি পালে ভিন্ন রকম আদর
ছিন্ন করা যায় না তাদের ভালোবাসার চাদর।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনার পোষ্ট পেলাম।
আমি মনে মনে বেশ কয়েকদিন ধরে আপনাকে খুজছিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: এবার কন খুঁজছিলেন কেরে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

জুন বলেছেন:
আপনার ছড়াটি দারুন লাগলো বি এম বরকতউল্লাহ।
+
মনে পরলো বিয়ের পর পর স্বামীর কর্মসুত্রে এক গ্রামে ছিলাম । সেখানে মাঠে কিউট কিউট ছাগলের বাচ্চার ছুটাছুটি দেখে একটাকে পুষবো বলে বাড়ী মাথায় করেছিলাম । আমাকে বুঝিয়েছিল " দুদিন বাদে বদলী হলে তখন ঢাকার ফ্ল্যাটে ছাগল কি ভাবে রাখবে!"
এভাবেই বিয়ের পর আমার প্রথম শখের পরিসমাপ্তি
উল্লেখ্য তখন আমি ব্লগ লেখি না, তাই ছাগলের মর্ম জানতাম না:(

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আপনার ঘটনা পড়ে গল্প লেখার প্লট পেয়ে গেলাম।
ভাল থাকবেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২

তারেক ফাহিম বলেছেন: কৃষক কৃষনীর সংসারে গৃহপালিত পশুও তাদের পরিবারের সদস্য।
পরম মায়া কাজ করে।

ছড়ায় ভালোলাগা++

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। শুভেচ্ছা নিন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: লিমেরেক এবং...
দারুণ উপস্থাপন। মুগ্ধতা।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.