নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মানবতা

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০


খুব বেশি নেই, তার থেকে শুধু
এইটুকু দিয়ে গেলাম
চেটে পুটে খা, তারপরে যা
এতেই আনন্দ পেলাম।

চারিদিকে ধু-ধু, পাথর আর বালি
তারি মাঝে ক্ষুধা, করে চালাচালি
এরই মাঝে ওরা, মরে মরে বাঁচে
দুধটুকু পেয়ে, খুশি হয়ে নাচে
নিজেই দেখে এলাম!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

আরোগ্য বলেছেন: কবিতা ও ছবিতে ভালোলাগা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে অথবা সব থেকে বড় হচ্ছে মানবতা।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

রাফা বলেছেন: যাদের খুব বেশি নেই ,
তারাই বেশি মানবিক।

ছবির ভাষা ছোট ছোট শব্দে চমৎকার,বি এম বরকতউল্লাহ।ধন্যবাদ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

হাবিব বলেছেন: খুব সুন্দর+++

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সময় মতো মন্তব্যের জবাব দিতে পারিনি বলে দুঃখিত।
সকলের জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.