নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শক্তি ও বুদ্ধি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১


শেয়ালের মরণ দশা...
যখন দেখে সম্মুখে এক ক্ষুধিত সিংহী বসা;
ইনিয়ে বিনিয়ে এটা সেটা কয়
কথাও ফুটে না মনে বড় ভয়
জড়োসড়ো হয়ে ছোট হয়ে যায় হাতির সামনে মশা!

আমি কি আসি সামনে তোমার এতটা সাহস কই
তুমি মহারানি তোমার ভয়ে বনেতে লুকিয়ে রই।

একটা হরিণ ডান দিকে গেছে বড় সে আমার চেয়ে
পথের পাশে পালিয়ে আছে তোমার আভাস পেয়ে।
ক্ষুধিত সিংহী বনের ভেতরে হরিণ খুঁজে মরে
ছোট্ট শেয়াল এই সুযোগে চলে যায় নিজ ঘরে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


ছবিতে সিংহী যেই পজিশনে আছে, উহা শিকারের পজিশন নয়, শিকারের পজিশনে সিংহী ৪ পায়ের উপর থাকে ও পেট ভুমির কাছাকাছি থাকে, শিয়ালের অবস্হা ভালো!

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: সিংহ খেয়ে টেয়ে বিশ্রাম নিচ্ছে। তাই শেয়াল জানে এখন ভয় নেই।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২

শৈবাল আহম্মেদ বলেছেন: শিয়াল উপযুক্ত বুদ্ধি খাটিয়ে পুরা শিয়াল প্রজাতির নাম ধরে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.