![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ শিশুর মতন
পিতা যেমন আদর করে নিচ্ছে মেয়ের যতন।
বয়সভারে নেতিয়ে পড়া মা
ভাতের নলা সামনে ধরে বলছে ছেলে, খা।
এমনি করে এই ছেলেকে কোলে পীঠে করে
রাখতো চোখে চোখে
এ কোল থেকে ও কোল নিয়ে
ভূত-পেত্নীর ভয় দেখিয়ে
কিম্বা পরির গল্প বলে ভাত দিয়েছে মুখে।
এখন মায়ের হাত চলে না, পা চলে না
মুখ চলে না, অচল শরীরখানি
হয়তো এখন বসে বসে, হাতড়ে বেড়ান স্মৃতি চষে
সারাজীবন টেনে গেলেন এ সংসারের ঘানি।
মায়ের কাছে ছেলে কখন হয় না বুঝি বুড়ো
এখনও মা মাছটা দিলে খাননা তিনি পুরো
আধখানা দেন ছেলের মুখে বাসন থেকে টানি
ছেলের জন্য এখনও মা ফেলেন চোখের পানি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। ভালো থাকবেন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
মানুষ বলেছেন: ভালো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: আপনি এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে লেখেন কিভাবে?
আমাদের একটু শিখিয়ে দেন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর কথামালা, একজন মা'কে সম্পূর্ণভাবে উপস্থাপন করেছেন কবিতায়। বড়োই মুগ্ধ আপনার ছন্দের যাদুতে।
মা বাবা থাকতে ঘরে,
সঙ্গ-খবর নেই যেন'গো সবে।
তাদের'ই সুখে র-বো নিবেদিত-
এ-ই প্রত্যাশা রাখি জগৎ মাজারে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: যাদের মা বেঁচে আছে তাদের জন্য দুয়ারে দাঁড়িয়ে থাকেন মা।