নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

তুলনা

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

তোরচে' আমি অনেকটাই ভাল
এই দেখ আমি হাঁটছি কোনোমতে
আমি চলি লাঠিতে ভর করে
তোর চলা যে চার চাকার এই রথে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৭

মেহরাব হাসান খান বলেছেন: লিখে দুনিয়া বদলানো গেলে এতদিনে একটা সুন্দর দুনিয়া পাওয়া যেত।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮

সেজুতি_শিপু বলেছেন: বাহ্ , দারুন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: লিখে লিখে দুনিয়া বদলে দেওয়া যায় না।
অথচ আজও আমি বিশ্বাস করি দুনিয়া বদলে যাবে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যদের সঙ্গে কথা বলার সময়ে উষ্ণতা ও সহমর্মিতা দেখান।
আন্তরিকতার সঙ্গে কথা বলুন এবং আপনার শ্রোতাদের দেখান যে,
আপনি তাদের জন্য সত্যিই চিন্তা করেন।

তবেঃ
জোর করে অথবা অতিরঞ্জিতভাবে আবেগ প্রকাশ করবেন না।
সর্বদা উপযুক্ত অনুভূতি প্রকাশ করুন, তবে নিজের প্রতি অযথা
মনোযোগ আকর্ষণ করাবেন না। সদয় ও প্রেমময় উপায়ে কথা বলার চেষ্টা করুন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

জগতারন বলেছেন:
মেহরাব হাসান খান বলেছেন: লিখে দুনিয়া বদলানো গেলে এতদিনে একটা সুন্দর দুনিয়া পাওয়া যেত।

লিখিয়া দুনিয়া বদলানো অবশ্যই যায়।
তবে মন্থর গতিতে।
সমাজ ও পারিপার্শ্বিক শিক্ষিত ও আলোকিত করিয়া তোলাতো যায় নিশ্চয়ই।
কর্ম, বুদ্ধিমত্তা, ব্যাবস্থাপনা ও নেতৃত্ব দিয়া অবস্থার পরিবর্তন প্রত্যক্ষভাবে সময়ের প্রয়োজনে তাতক্ষনিকভাবে করা সম্ভব।

নূর মোহাম্মদ নূরু-এর মন্তব্যটি প্রানিধান যোগ্য।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর
:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.