নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সুখ ও স্বপ্ন

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩


ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ লিখেছেন, ওরা হয়তো এমনি কিছু ভাবে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতা উন্নয়নের এমনি ঘানি টানে
দিন শেষে চক্ষু মেলে এমনই কাঁদে? কে জানে!

:)

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বিদ্রোহী ভৃগুচার লাইনের ছড়ার ভেতরে একশ পাতার রাজনীতি অবলীলায় ঢুকিয়ে দিকে পারেন।
আমি রাজনীতি বুঝি না। কিন্তু ছড়ায় মাঝেমধ্যে কীভাবে যেন রাজনীতিটা ঢুকে পড়ে!!
শুভেচ্ছা ভৃগু দা।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।

......................................................................
আজকাল কলুর বলদ আর নাই,
আছে, রাজনীতির ম্যাজিক ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: এখনো আছে।
ম্যাজিকটা পাল্টে গেছে আর কি।
ধন্যবাদ ভাই।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

কিরমানী লিটন বলেছেন: দারুণ বাস্তবতা তুলে ধরলেন....

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: কঠিন বাস্তবতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.