![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর কেন
............................................জ্ঞান।
২.
একটি পায়া ভাঙ্গা আছে চেয়ার নড়ে চড়ে
...........................................ধরে।
৩.
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
.............................................তেড়ে!
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রেণি কক্ষে শিক্ষকদের বসার ব্যবস্থা থাকা উচিত নয় ।
তাদের জন্য নির্ধারিত কমনরুমে দশ মিনিট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা থাকা উচিত।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্যারকে এমন ঘুমাতে দেখে ছাত্ররা সব অবাক
..................................................সবাক।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
চোরাবালি- বলেছেন: চেয়ারটা হয়তো আরএফএল এর তাই ঘুমিয়েছেন। আসছে শিক্ষরা ঘুমান না তারা ভাবছেন ছাত্রদের কিভাবে উন্নতি করা যায়।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
হাবিব বলেছেন:
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
আশির্বাদে তোদের মাথায় ফুল চন্দন ফুটুক।
একটি পায়া ভাঙা আছে চেয়ার নড়ে চড়ে
দৌড়ে গিয়ে এক ছাত্র জলদি চেয়ার ধরে।
দুষ্টু ছেলে স্যারের গায়ে টিকটিকি দেয় ছেড়ে
তাইনা দেখে লাঠি হাতে শিক্ষক আসে তেড়ে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ওয়ান্ডারফুল!!
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হাবিব স্যার বলেছেন:
শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর উঠুক
আশির্বাদে তোদের মাথায় ফুল চন্দন ফুটুক।
ছিল কেন, সাথে জ্ঞান
মিল দেখে হলাম অজ্ঞান।
আমরটার পুরণ করেন দেখি স্যার !!!
স্যারকে এমন ঘুমাতে দেখে ছাত্ররা সব অবাক
..................................................সবাক।
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি আর কম গেলেন কই? ভাল লাগল ভাই। ধন্যবাদ।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
হাবিব বলেছেন:
স্যারের এমন ঘুমুতে দেখে ছাত্ররা সব অবাক
রাগের চোটে কাঠের বেঞ্চি হয়ে উঠে সবাক।
নুরু ভাই, আমারটা পূরণ করেন:
সোনা-দানা রাখছে ঢেকে ঘুমের মাঝে স্যার
-------------------------------------- ধার!
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা-দানা রাখছে ঢেকে ঘুমের মাঝে স্যার
যদি আবার ছাত্র-ছাত্রী চেয়ে বসে ধার!
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
হাবিব বলেছেন: @ নূরু ভাই...... হা হা হা হা, দারুন হইছে
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
জুল ভার্ন বলেছেন: এমন শিক্ষক কিভাবে ছাত্রদের কাছে সম্মান পাবে!
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শিক্ষাগুরুর পায়ের পাতা নাক বরাবর কেন?
এমন গুরু শিশুদের কি আর দেবেন জ্ঞান।
২.
একটি পায়া ভাঙ্গা আছে চেয়ার নড়ে চড়ে
ভদ্র ছেলে দৌড়ে গিয়ে চেয়ারখানা ধরে।
৩.
দুষ্টু ছেলে স্যারের পেটে টিকটিকি দেয় ছেড়ে
মাস্টার মশাই ডাস্টার হাতে আসেন রেগে তেড়ে!
৩ নং শূন্যস্থান পূর্বেও (গতবছর) একবার পুরণ করেছিলাম?!
০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আবাক করে দিলেন। সুন্দর হয়েছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: ক্লাশ নিতে নিতে শিক্ষকের প্রেসার উঠেছে। তাই উনি বিশ্রাম নিচ্ছেন।