![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর পেলাম নন্দীকাকা, চিনাদী বিলে ছান করেন
সকালবেলা যাকে তাকে, দুহাত ভরে দান করেন!
ব্যাপারটা কি ব্যাপারটা কি, রি রি করে লোক এলো
কিপটে নন্দীর কী হয়েছে, মাথাটা তার খুব গেলো!
খবর নেওয়া খুব ঝামেলা, অন্দরে তার খুব কড়া
ফুচকি দিয়ে চৈতা পাগল, হাতেনাতে খায় ধরা।
বাইরে থেকে শব্দ পেলাম, চারাগাছে শিল পড়ে
চৈতা পাগল দিশেহারা, মেয়েলোকের কিল চড়ে।
তারপরে যে কী ঘটেছে, শোনার যদি লোক থাকে
শুনিয়ে দেবো আচ্ছা করে, সময় পেলে এক ফাঁকে!
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি তো আপনাকে চিন্তা করেই লিখেছি।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা
কোন ফাঁকেতে শুনিয়ে দেবেন সেই আশাতেই দিলাম ডুব
বছর দু'য়েক এমন কী আর শুনতে পাবো সেটাই সুখ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো আপনাকে চিন্তা করেই লিখেছি।
এটা আমি সন্দেহ করেছিলাম।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন: বেশ ভালো্।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: চৈতা পাগল তো আমি!