![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ সেদিন উঠল ক্ষেপে মনু মিঞার পুতে?
তাকে নাকি পেয়েছে এক আজব রকম ভূতে!
খায় না কিছু কয় না কিছু ঝিম ধরে সে থাকে
হাত বাড়িয়ে উদাস চোখে কাকে যেন ডাকে।
বলল সবাই দেরি কেন বৈদ্য ডেকে আন্
ভূতে পাওয়া ছেলের বুঝি বেরিয়ে গেল প্রাণ।
বৈদ্য এলো ঝোলা কাঁধে মন্ত্র পড়ে ঠোঁটে
দেখবে এখন ভূত পালাবে মন্ত্রনাথের চোটে।
হঠাৎ দেখি মনুর পুতে ধরল বৈদ্যের টুটি
ভূতে-পুতে-বৈদ্য মিলে খাচ্ছে লুটোপুটি।
পিটন খেয়ে বৈদ্যনাথের উঠে গেছে ছাল
বলছে সবাই অ বৈদ্য একি তোমার হাল!
বৈদ্য বলে মনুর পুতে নিজেই আজব ভূত
মন্ত্রবলে হচ্ছে না কাজ পাই না কোনো যুৎ।
মনুর পুতে বেন্দা হাতে যেই এগিয়ে এলো
বৈদ্যনাথে ঝোলা ফেলে উধাও হয়ে গেলো!
২| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন ছড়া
৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার।
৪| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
মুজাহিদুর রহমান বলেছেন: দারুণ।
৫| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩
টি ইউ রিয়াদ বলেছেন: বাহ! চমৎকার তো!
৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: ছবি কই??