![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক.
আর সব অস্থির...
ভালোবাসা কেবলি আপন-গোপনে
সদাশয় সুস্থির।
খ.
কেনো আসে এইখানে, কেনো ভালোবাসে
কেনো বলে দাও কিছু ঘুরে আশেপাশে!
উদোম ছেলের হাতে দিই যতখানি
ততটুকু তার মুখে নেবে সে টানি
কত বলি দূরে যা রে পারি না তো আর
ততখানি কাছে এসে, করে অধিকার!
গ.
এখানে সেখানে চেয়ে চিন্তে যতটুকু আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে, বোনকে দিবে তাই।
বাবা-মা নেই ভাইবোন মিলে কষ্টে কাটায় দিন
ভালোবাসাতে অনেক ধনী নয় সে মোটেও দীন!
ঘ.
গভীর ছিলো ভালোবাসা
পায় নি খুঁজে তলি
নেই কিছু তার, জীবনটাই
দিয়েছে জলাঞ্জলি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
এপোলো বলেছেন: খুব ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
নেওয়াজ আলি বলেছেন: বেশ, মন ছুঁয়ে গেল লেখা।