![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকী
চারপাশ থেকে অজানা কিছু সামনে দিয়েছে উঁকি।
ধীরে ধীরে এক অচেনা প্রাণি হাতে এসে খায় চুম
নরম আদরে খুকুর চোখে নেমে আসে আরো ঘুম।
মেঘের মেয়েরা অভিমান করে বারে বারে ফিরে যায়
গভীর থেকে ফুলের পাঁপড়িরা পাখা মেলে উড়ে যায়।
এতটুকু মেয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে সবুজ ঘাসে
কতো কথা বলে বাতাসের সাথে আপন মনে হাসে।
আকাশের মেঘ নানা রঙ ধরে কতো দূর মেলে ডানা
ধীরে ধীরে খুকী পাখি হয়ে যায় ঘুরে আসে একটানা।
এমনই অনেক স্বপ্ন দেখে খুকীরা ঘুমের ঘোরে
রাতভর তারা আকাশে ওড়ে নেমে আসে ভোরে।
১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
২| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৪
একনিষ্ঠ অনুগত বলেছেন: শিশুতোষ কবিতা খুব সুন্দর লিখেছেন। ভালো লেগেছে।
নেমে আসে খুব ভোরে এর স্থলে নামে খুব ভোরে হলে ভালো শোনাত মনে হচ্ছে।
১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন। শুভেচ্ছা রইল।
৩| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: অপরূপ ভাবনা।
৪| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
৫| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা আর ভালোবাসা সকলের জন্যে।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ---------