![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছি আমি লিখব কবিতা, থাকবে না সেখানে নারী
কারণ, আমি দেখেছি তারা, ভাবনা সংহারী।
ভাবনারা দেখি ঘুরে বেড়ায়, নারীর আঁচল তলে
কবিতার ভাষা গতি পেয়ে দেখি, ঘুরছে নানান ছলে।
নারীকে ছাড়া লিখবই আমি, অমর কবিতাখানি
ভাষাকে নিয়ে ভাবনাগুলো, ফেলুক চোখের পানি।
কবিতা হয় না নারীকে ছাড়া? কবিতা হয় না দুখে
নারীকে ছাড়া বাঁচতেই হবে, আমাকে অনেক সুখে।
অতঃপর আমি নারীকে ছাড়া, কবিতা করেছি শেষ
তাকিয়ে দেখি নারীর পক্ষে, গোটা বাংলাদেশ!!
২| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্যামেরা নাইগা!
৩| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৪| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৫
তারেক ফাহিম বলেছেন: “নারীর পক্ষে গোটা বাংলাদেশ”
ভালো বলছেন।
৫| ১২ ই মার্চ, ২০২০ রাত ১০:০০
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী ।
৬| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: বেশ ।
৭| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: বিএম বরকতউল্লাহ বলেছেন: ক্যামেরা নাইগা!
আপনি তো আপনার পোষ্টের সাথে আপনার তোলা ছবি দেন না। কক্ষন দেন নি।
৮| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে শুভেচ্ছা আর অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: ছবি কই?