![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেনো আজ ফুলে ফুলে এতো মেৌমাছি
গাছে গাছে পাখিদের এতো নাচানাচি।
কেনো আজ ফুলগুলো এতো লালে লাল
আজ কেনো খোকাদের হাসি ভরা গাল।
কেনো আজ ঢেউ এসে চুমু খায় পাড়ে
সাদা সাদা মেঘগুলো হাসে বারেবারে।
পাখি সব করে রব বসে ডালে ডালে
মাছেরাও করে খেলা বিল নদী খালে।
আজ কেনো রোদ করে এতো চিকমিক
কেনো আজ উল্লাসে ফাটে চারিদিক।
কোথা থেকে ভেসে আসে মুক্তির গান
তাই আজ তাঁর প্রতি লাগে এতো টান!
২| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: Salute
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।