![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.জগতের যতো সুখটুকু আছে
এনে দিয়েছ আমারই কাছে
অতঃপর তুমি লুকায়ে কত
দুঃখ করেছ বরণ;
তোমার সকল আমার জন্য
বিলিয়ে দিয়ে হয়েছ ধন্য
বিশ্বমাঝে অমূল্য তাই
তোমার দুটি চরণ।
২.সুঁইয়ের টানে সম্মুখে যায় মা
পেছন দিকে আঁচল টানে ছেলে
স্বপ্ন বোনে কাঁথার ভাঁজে ভাঁজে
সূর্য ওঠে আঁধার ঠেলে ঠেলে।
৩.গামছায় বেঁধে খাবার এনে দিয়েছে বাবার হাতে
সবটুকু খাও একটি ভাতও থাকে না যেন পাতে;
কতোটা খেয়াল বাবার জন্য কতোটা আদর যত্ন
বাবার বুকে গোপন আবাসে মেয়েরা আজব রত্ন!
১০ ই মে, ২০২০ বিকাল ৪:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১০ ই মে, ২০২০ রাত ৮:৫৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখা
৪| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: আপনার কবিতাগুলো মায়াময়! অত্যন্ত ভাল একটা অনুভূতি কাজ করছে!
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০ বিকাল ৪:৩২
সাইন বোর্ড বলেছেন: বেশ অনুভবময় !