![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলা খুলে বসে আছি একা
উঠবে কখন জোছনা ভরা চাঁদ
চুপটি করে আপন মনে ভাবি
মাকে ধরার এই পেতেছি ফাঁদ।
কে জানি কে বলেছিল কবে
মা-মণিটা চাঁদের কোলে থাকে
জানলা খুলে বসে থাকা ছেলে
দেখেই নাকি হাত বাড়িয়ে ডাকে।
আকাশ ভরা জোছনা ঢেলে চাঁদ
মাকে নিয়ে আসছে ধীরে ধীরে
মেঘের মেয়ে দুষ্টু ভীষণ পাজি
মা-মণিকে রাখছে কেন ঘিরে?
হঠাৎ করে মেঘ গিয়েছে সরে
চাঁদের মুখে ফুটল মায়ের হাসি
আমায় দেখে উপুড় হলো চাঁদ
মায়ের আদর পেলাম রাশি রাশি!
২| ১৬ ই মে, ২০২০ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১৬ ই মে, ২০২০ দুপুর ১:০২
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা , ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখা কবিতা শিশুদের ভীষণ প্রিয়! অনেক আদুরে কবিতা!