![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপাদের গাছে, আম জাম লিচু
ফলের ভারে, ডালপালা নিচু
হাত বাড়ালেই, টসটসে ফল
ফলের গন্ধে, মুখে আসে জল
দুষ্টু ছেলেরা, বলে চল্ চল্
চুরি করে আজ, ফল খাই কিছু।
তখন ছিলো, খুব মাঝ রাত
দুষ্টুরা যেই, ফলে দেয় হাত
পেছন থেকে, দুই কান ধরে
নিপার বাপে টেনে নেয় ঘরে
নিপা এনে দেয় লাঠি ও রশি
সমাদর করে বেঁধে ফেলে হাত।
৩১ শে মে, ২০২০ সকাল ১১:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুষ্টু ছেলেরা, বলে চল্ চল্
চুরি করে আজ, ফল খাই কিছু।
..............................................................
দুষ্ট ছেলেরা আজীবন তাই বলে যাবে ।
৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০৩
এম এ হানিফ বলেছেন: সুন্দর ছড়া
৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:২৩
গুরুভাঈ বলেছেন: চুরি করে আজ, খাই কিছু ফল। লাইনটা এমন করলে অল কিলিয়ার।
৬| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩১
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।
৭| ০১ লা জুন, ২০২০ সকাল ৭:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্যগুলো আমাকে দারুন উৎসাহ দেয়। তাই এগুলো আমি মাঝেমধ্যেই পড়ি নিেজর স্বার্থেই।
সবাইকে ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২০ সকাল ১১:২২
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। বেশ। সুন্দর একটি ছড়া পড়লাম ।