![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকি
চারপাশ থেকে অজানা কিছু সামনে দিয়েছে উঁকি।
ধীরে ধীরে এক অচেনা প্রাণি হাতে এসে খায় চুম
নরম আদরে খুকির চোখে নেমে আসে আরো ঘুম।
মেঘের মেয়েরা অভিমান করে বারে বারে ফিরে যায়
গভীর থেকে ফুলের পাঁপড়িরা পাখা মেলে উড়ে যায়।
এতটুকু মেয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে সবুজ ঘাসে
কতো কথা বলে বাতাসের সাথে আপন মনে হাসে।
আকাশের মেঘ নানা রঙ ধরে কতো দূর মেলে ডানা
ধীরে ধীরে খুকি পাখি হয়ে যায় ঘুরে আসে একটানা।
এমনই অনেক স্বপ্ন দেখে খুকিরা ঘুমের ঘোরে
সুখস্মৃতি নিয়ে জেগে ওঠে ওরা আনন্দময়ী ভোরে।
১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুেভচ্ছা নিন। ভাল থাকুন। নিরাপদে থাকুন।
২| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরকতউল্লাহ ভাই
চমৎকার কবিতার জন্য
জানাই শুভেচ্ছা। ভালো
থাকুন সর্বদা।
১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুেভচ্ছা নিন। ভাল থাকুন।
৩| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা কবিতা।
১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল থাকুন। নিরাপদে থাকুন।
৪| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:০৪
বিজন রয় বলেছেন: খুকি আর প্রকৃতি।
মিলেছে ভাল।
ভাল আছেন তো?
৫| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।