নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

২৬ শে জুন, ২০২০ সকাল ৯:০৫

বিষম বিপদ দেখি!!
নিজের জান চলে না ঠিক
পিঠের উপর একি!
ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।
আমার ঘরেতে থেকে যাও তুমি খাবার আছে ঢের
বন্ধুর কথায় ইঁদুরের বুক ফুলে ফেঁপে এক সের।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ সকাল ৯:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: ছবির কবিতা, সুন্দর হয়েছে। শুভ কামনা।

২| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বরকত উ্ল্লাহ ভাই প্রণির মাঝে হৃদ্বতা যদিও দেখতে পাই
মানুষের মাঝে হানাহানি আর হিংসা ভিন্ন অন্য কিছু যে নাই।
মানব দিয়েছে বিসর্জন সব মানবতা যাকে বলে
ব্যাঙ আর এই ইদুরের কাব্য দিয়েছে কান মলে।

৩| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১

নেওয়াজ আলি বলেছেন: অনেক সুন্দর হয়েছে

৪| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:১৩

সাইন বোর্ড বলেছেন: বিপদে বন্ধু হতে পারাটায় প্রকৃত বন্ধুর কাজ ।

৫| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:১৩

মাস্টারদা বলেছেন: :) সুখ পাঠ‍্য আধা
ভাবটা যদিও সে__ই ছিল দাদা।

৬| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৭| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন:



ছবিতা ও কবিতা খুবই ভালো লেগেছে।

৮| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদেরকে আলাদা ভাবে জবাব দিতে পারিনি বলে দুঃখিত।
প্রতিটি মন্তব্য আমাকে প্রািণত করে। শুভেচ্ছা সকলের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.